উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলা ধামে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাকলা :: বৃহস্পতিবার ২৮,ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলা ধামে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকলার লোকনাথ ধামের পুরানো মন্দির সংস্কারের পর নতুন ভাবে উদ্বোধন করবেন তিনি। এছাড়াও মন্দির সংলগ্ন ময়দানে রাজনৈতিক সভা ও করবেন। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর ২৪ পরগনা জেলা সফর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

বিরোধী রাজনৈতিক দলের অবশ্য দাবী হিন্দু ভোট টানতেই লোকনাথ মন্দির বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে দলীয় সভায় নেতা কর্মীদের কি বার্তা দেন সেটাই এখন দেখার। দলের জেলার সংগঠন গুলির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। ব্যারাকপুর থেকে বারাসাত, বসিরহাট থেকে দমদম এবং বনগাঁ সর্বত্র গোষ্ঠী কোন্দলে জেরবার জেলা তৃণমূল কংগ্রেস।

পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ মামলা করায় সংগঠনের ভেতরে ও বাইরে কোর্ট কাছারিতেই দিন কাটছে তৃণমূলের নেতা কর্মীদের। সেখানে দাঁড়িয়ে কি ঐক্যের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে তাকিয়ে আছে জেলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − twelve =