নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ২৮,এপ্রিল :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার বসিরহাট বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে বসিরহাটের বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে স্মার্ট মিটার।
বিভিন্ন জায়গায় লাগানো হলেও পিফা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ কর্মীরা স্মার্ট মিটার লাগাতে গেলে তাদেরকে নিষেধ করে বিদ্যুৎ গ্রাহকরা।
তারপরে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে বিদ্যুৎ কর্মী ও গ্রামের বাসিন্দারা, ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। এলাকাবাসীর দাবি তাদের না জানিয়ে কেন এই স্মার্ট মিটার লাগানো হচ্ছে ।
এই স্মার্ট মিটার সম্বন্ধে কোনভাবে অবগত করা হয়নি । যার কারণে সম্পূর্ণ স্মার্ট মিটার সম্বন্ধে না বুঝানো পর্যন্ত আমরা স্মার্ট মিটার লাগাতে দেব না।
পাশাপাশি আরো বলেন বিদ্যুতের যে সমস্ত মিটার আমাদের লাগানো আছে সেগুলো তো কোন সমস্যা নেই বা আমরা কোন অভিযোগও জানাইনি।
তাহলে ওই সব মিটার বাদ দিয়ে কেন স্মার্ট মিটার লাগানো হবে। আরো বলেন, এই স্মার্ট মিটার লাগানোর ফলে অনেক বেকার যুবকেরা কর্মসংস্থান হারাবেন, তাই সবকিছু আলোচনা না হওয়া পর্যন্ত আমরা স্মার্ট মিটার লাগাতে দেবো না।
আপাতত সেই স্মার্ট মিটার লাগানোর কাজ বন্ধ আছে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে সমস্ত বিষয়বস্তু বুঝে চলে যান। এই স্মার্ট মিটার লাগানো নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য।