সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: শনিবার ২৬,জুলাই :: ব্লক প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনার পর্যটন কেন্দ্র গুলিতে পর্যটকদের সমুদ্র স্নানের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সমুদ্র স্নান করতে গিয়ে উত্তাল ঢেউয়ের কারণে তলিয়ে গেল ভিন্ রাজ্যের এক পুণ্যার্থী।
স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর, উত্তর প্রদেশ থেকে ২৫ থেকে ৩০ জনের একটি দল গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য আসে। পুজো দেওয়ার আগে প্রশাসনের নজর এড়িয়ে এক যুবক সমুদ্র স্নান করতে নামে।সমুদ্র স্নান করতে নেমে উত্তাল ঢেউয়ের কারণে ওই যুবক তলিয়ে যায়। নিখোঁজ ওই যুবকের নাম সন্দীপ গৌড় (২৪) বাড়ি উত্তরপ্রদেশে।
এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। সমুদ্রে ওই যুবকের খোঁজে নামানো হয় স্পিড বোট । এছাড়াও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডুবুরিও নামানো হয়। দীর্ঘক্ষণ ওই যুবকের খোঁজে তল্লাশি চালানোর পর উত্তাল ঢেউয়ের কারণে তল্লাশি অভিযান বন্ধ করে ব্লক প্রশাসন।
প্রাণ বাঁচানোর তাগিদে ওই যুবক চিৎকার করে সাহায্য চায়। সাহায্যের জন্য এলাকার বেশ কিছু মৎস্যজীবীরা তারা ট্রলার নিয়ে ওই জায়গায় পৌঁছালে ততক্ষণে ওই যুবক উত্তাল ঢেউয়ের তলিয়ে গিয়েছে। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি অভিযানে নামে এখনো পর্যন্ত ওই যুবকের কোন সন্ধান পাওয়া যায়নি।
গঙ্গাসাগর উপকূল থানার পক্ষ থেকে ওই যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই ওই যুবকের সঙ্গে আশা পূর্ণ্যার্থীদের দল বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ বিষয়ে সাগরের বিডিও কানাইয়া কুমার রাও জানান, অমাবস্যার কোটাল ও নিম্নচাপের কারণে উত্তাল হয়ে গিয়েছে সমুদ্র ।