নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শনিবার ১২,জুলাই :: স্কুলপড়ুয়া ছাত্রীরা প্রতিদিনের মতো বিদ্যালয় থেকে টোটো করে বাড়ি ফিরছিল। আর তখনই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক বাইক আরোহী এবং তার সঙ্গে থাকা দুই যুবক টোটোতে থাকা ছাত্রীদের উত্তক্ত করছিল। ঠিক সেই সময় নয়ারহাট চৌপতি এলাকায় একটি বিপরীত দিক থেকে আসা বাইকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র ধাক্কায় বাইক এবং টোটো দুটোই দুর্ঘটনার কবলে পড়ে।
এই সংঘর্ষে টোটোচালক সহ একাধিক ছাত্রী ও টোটো চালক গুরুতরভাবে আহত হয়। আহতদের মধ্যে দুই জন অষ্টম শ্রেণির ছাত্রী তাদের প্রাথমিক চিকিৎসা করিয়ে নেয় এবং বাকি আহতদের স্থানীয়রা দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
তবে ওই ঘটনায় বাইক আরোহীরাও চিকিৎসাধীন রয়েছেন। তবুও ছাত্রছাত্রীদের পথনিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে এলাকায়। দীর্ঘদিন ধরে চলতে থাকা উত্ত্যক্ত যুবকদের বিরুদ্ধে এবার প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন অভিভাবক থেকে ও ঐ এলাকার বাসিন্দারা।