সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার,০৭ জানুয়ারি :: উদয়ন মেমোরিয়াল স্পোর্টস লাইব্রেরির ৫৯ তম প্রতিষ্ঠা পালিত হল। এদিন সন্ধ্যায় উদয়ন মেমোরিয়াল স্পোর্টস লাইব্রেরীর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
উপস্থিত ছিলেন সভাপতি সংগ্রাম মিত্র এবং লাইব্রেরিয়ান স্নেহা দাস। পাশাপাশি আরও উপস্থিত ছিলেন লাইব্রেরির সদস্যরা। বক্তব্য রাখার সময় বক্তারা উদয়ন স্পোর্টস লাইব্রেরীর পুরাতন ইতিহাস তুলে ধরেন

