নিজস্ব সংবাদদাতা :: সিকিম :: সংবাদ প্রবাহ :: উদ্ধারকারী বাহিনী প্রাণ বাঁচালেন ধ্বসে আটকে পড়া পর্যটকদের। সিকিম খবরের শিরোনামে, টিভির পর্দা ও মোবাইল স্ক্রিনে মাঝে মাঝেই ভেসে আসছে ধ্বস কবলিত সিকিমের বিভিন্ন এলাকার ছবি। আবহাওয়ার পূর্বাভাস অক্ষর অক্ষর এ মিলে গিয়েছে। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে সিকিমের বিভিন্ন জায়গায় ধ্বস নামে। টিভির পর্দায় সেই চিত্র একাধিকবার ফুটে উঠছে। এছাড়া দেখা যাচ্ছে কোথাও ধ্বসের কারণে রাস্তা ভেঙ্গে গিয়েছে,কোথাও পাথরের চাঁই গাড়ির উপর পড়েছে। কোথাও আবার পাহাড়ের উপর থেকে খাদে পড়ে গিয়েছে পর্যটক সমেত গাড়ি। তবে উদ্ধারকারী বাহিনীর সদস্যরা তৎপরতার সাথে রাস্তা মেরামতের সহ উদ্ধারকার্য চালিয়েছেন।
সিকিমের 17 নম্বর সড়কে ধ্বসের কবলে পড়েন মোট 8 জন পর্যটক।ধ্বসে আটকে পড়া পর্যটকদের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন উদ্ধারকারী বাহিনী। এরপর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তারা। ওই আটজনের মধ্যে একজনের মৃত্যুর খবর পরে জানা যায়।