নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৪,নভেম্বর :: দামোদর নদ থেকে উদ্ধার হওয়া প্রাচীন বিষ্ণু মূর্তি পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পক্ষ থেকে তুলে দেওয়া হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম কর্তৃপক্ষের হাতে ।
জানা গিয়েছে গত শনিবার পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা এলাকায় দামোদর নদ থেকে উদ্ধার হয় একটি বিষ্ণু মূর্তি । স্থানীয় মানুষজন সেটিকে উদ্ধার করেন ।
পরবর্তী সময়ে নিয়ে আসা হয় রায়না থানায়। পুলিশের তত্ত্বাবধানে প্রাচীন মূর্তিটিকে রাখা ছিল । এবার বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম কর্তৃপক্ষের হাতে সেই মূর্তিটি তুলে দেওয়া হলো।
মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে শ্যামসুন্দর বেরা জানিয়েছেন আনুমানিক এক হাজার বছরের পুরনো এই বিষ্ণু মূর্তি ব্যাসল্ট পাথরের তৈরি । মূর্তির উচ্চতা ২৮ ইঞ্চি এবং চওড়া ১৪ ইঞ্চি । পালসেন যুগের মূর্তি বলে অনুমান।

