নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: উদ্ধার হলো ভাগীরথী নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ যাওয়া মহিলার দেহ। জানা যায়,পরিবারিক বিবাহ অনুষ্ঠান উপলক্ষে শ্যামনগর থেকে পূজা মুহুরী নামের আনুমানিক ২৪ বছর বয়সী এক গৃহবধূ তার দেড় বছরের শিশুকন্যা ও স্বামীকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে আসেন নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর শ্রীচৈতন্য কলোনি এলাকায়।শনিবার আনুমানিক বেলা বারোটা নাগাদ অনুষ্ঠান বাড়িতে উপস্থিত জনাদশেক আত্মীয়-স্বজন মিলে একটি নৌকো করে ভাগীরথী নদী পার হয়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময় হঠাৎ করে তাদের নৌকাটি নদীতে ডুবে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
নৌকাডুবির ঘটনাটি দেখতে পেয়ে নদীর পাড়ে থাকা স্থানীয় বাসিন্দারা বাকি দের উদ্ধার করতে পারলেও পূজা মুহুরী ও তার দেড় বছরের শিশুকন্যা জলে তলিয়ে যায়।নিখোঁজ পূজা মুহুরী সাঁতার জানতেন না বলে জানা গিয়েছে পারিবার সূত্রে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে নিখোঁজ শিশুকন্যা সহ ওই মহিলার খোঁজে নদীগর্ভে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।
এরপর রবিবার জালুইডাঙা এলাকায় ভাগীরথী নদী থেকে উদ্ধার হয় নিখোঁজ মহিলার নিথর দেহ। তবে শিশুকন্যাটির কোন খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে নবদ্বীপ থানার পুলিশ।পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।