উদ্বোধনের অপেক্ষায় ঘাটালের বর্ণপরিচয় তোরণ ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল  :: শনিবার ৯,নভেম্বর :: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রামে দুটি নবনির্মিত তোরণ উদ্বোধনের অপেক্ষায়।  তোরণ দুটির নাম বর্ণপরিচয়।

বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী পালন উপলক্ষে বীরসিংহ গ্রামে দুটি তোরণ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের নির্মাণ কাজ শুরু হয়।
একটি তোরণ ঘাটাল চন্দ্রকোনা সড়কে বীরসিংহ গ্রামে ঢোকার মুখে সিংহডাঙ্গার মোড়ে, আরেকটি তোরণ বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মভিটায় যাওয়ার আগে।

হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে পি ডব্লু ডি সোশ্যাল সেক্টর তোরণ নির্মাণ করেছে, প্রকল্প বরাদ্দ ১ কোটি ৭৫ লক্ষ টাকা বলে জানা গেছে। পাশাপাশি গ্রামটিও সাজানোর কাজ চলছে।বর্ণপরিচয়ের স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ লেখা ও বিদ্যাসাগরের বিভিন্ন রচনার নাম সহ তাঁর বিভিন্ন বাণী রাস্তার পাশে তৈরী হয়েছে।

এছাড়াও জন্মভিটের সামনে ছোটদের জন্য পার্ক।  তাছাড়াও আরও পার্ক তৈরীর জন্য শিলান্যাসও করা হয়েছে।  গ্রামবাসীরাও খুশী হয়েছেন। তারা জানান যে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান সাজিয়ে তোলা হলে আরও ভীড় বাড়বে পর্যটকদের। সম্ভবত মুখ্যমন্ত্রী তোরণ দুটির ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 13 =