উদ্বোধনের পরদিন থেকেই দিঘার মন্দিরে উপচে পড়লো পর্যটক ও জগন্নাথ ভক্তদের ঢেউ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিঘা :: শুক্রবার ২,মে :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন। আর তার পরদিন থেকেই দিঘার মন্দিরে উপচে পড়লো পর্যটক ও জগন্নাথ ভক্তদের ঢেউ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় বিধায়ক অখিল গিরিকে দায়িত্ব দিয়ে গেছেন এই মন্দির যেন সঠিক সময়ে খোলা ও বন্ধ করা হয়। কোনভাবেই যেন ভক্তদের কোন অসুবিধা না হয়। এখন প্রথম ক’দিন ভক্তদের উপচে পড়া ভিড় সামলাতে ভোর সাড়ে পাঁচটা থেকেই মন্দির খুলে দিচ্ছেন ট্রাস্ট কমিটি।

কিন্তু সাধারণভাবে কখন জগন্নাথ মন্দিরের গেট খুলবে, আর কখন বন্ধ হবে- সে নিয়ে জানিয়েছেন ইসকনের দ্বায়িত্বপ্রাপ্ত মন্দিরের প্রধান পুরোহিত । সকাল থেকেই মন্দির দর্শনে জগন্নাথ ভক্তদের ভিড় উপচে পড়েছে। ভিড় নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে নিরাপত্তা রক্ষীরা। আর নতুন মন্দির দর্শন করে রীতিমতো খুশি পর্যটক মহল থেকে জগন্নাথ ভক্ত সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =