নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিঘা :: রবিবার ৪,এপ্রিল :: দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল নামছে দীঘা জুড়ে। আজ রবিবার ছুটির দিনে সকাল থেকেই প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে দিঘা জগন্নাথ মন্দিরে। সকাল ছয়টা থেকেই গেট খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য।
দীঘা জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়া দিন উদ্বোধন হওয়ার পর রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মানুষের উন্মাদনা তুঙ্গে। প্রত্যেকে দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য মুখিয়ে রয়েছেন। প্রতিদিন ভিড় বাড়ছে ক্রমশ। মন্দির কখন খোলা থাকবে তার সময়সূচী জেনে নিন বিস্তারিত।
উদ্বোধনের পর থেকে ভক্তদের ঢল নামতে শুরু করেছে দিঘার জগন্নাথ মন্দিরে। উদ্বোধনের পর দ্বিতীয় দিনেই প্রায় পাঁচ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। বিশ্বে ছড়িয়ে পড়েছে দিঘার জগন্নাথ মন্দিরের কথা!
পুরীর জগন্নাথ মন্দির ভোর ৬টা থেকে খোলে, দিঘার মন্দিরও তাই খুলবে। ১টা থেকে ৩টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। আবার ৩ টে থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো ঠিক করে নেওয়া হবে বলেও জানা গেছে ।
পাঁচ বার ভোগ দেওয়া হয়। তাঁর কথায়, “প্রভু খেতে খুব ভালবাসেন। বাংলার মায়েরা খুব ভাল রান্না করতে পারেন। কলা গাছ থেকে ২০ রকম তরকারি করতে পারেন। ফলে এখানে ভগবান খুব আনন্দে থাকতে পারবেন। ৪০০-৫০০ পদ তো এরকমই রয়েছে বাংলায়, যা আমরা ভগবানকে খাওয়াতে পারি।
শাক সবজি বাংলায় এতো পাওয়া যায়, যা আর কোথাও পাওয়া যায় না। আর মিষ্টি তো বাংলায় নম্বর ওয়ান।” পুরীর বিশেষ ভোগ খাজা। দিঘার ক্ষেত্রে কী? রাধারমন জানালেন, “খাজা পুরীর ঐতিহ্য। বাংলার মন্দিরের ক্ষেত্রে ট্রেড মার্ক থাকবে সন্দেশ আর গজা। সবাই মন্দিরে সন্দেশ আর গজা নিয়ে যেতে পারবেন।”