নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শীতলকুচি :: শনিবার ৬,ডিসেম্বর :: মাসের পর মাস কেটে গেছে, নতুন স্টল তৈরি হয়েছে পুরোপুরি—তবুও উদ্বোধনের কোনও ঠিক নেই | আর সেই ক্ষোভই অবশেষে বিস্ফোরিত হল শীতলকুচি ভিতর বাজারে। আজ দোকানদারেরা একজোট হয়ে স্টলের তালা ভেঙে নিজেরাই দোকান খুলে দেন।
মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা বাজার এলাকায়।স্টলের তালা ভাঙার খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
দোকানদারদের অভিযোগ—“আমাদের পুরনো দোকান ভেঙে মাসের পর মাস হয়ে গেল। নতুন স্টল তৈরি করে তালা ঝুলিয়ে রাখা হয়েছে।
আমরা কোথায় ব্যবসা করব ? অনেকেই ভাড়া বাড়ি নিয়ে দোকান চালাচ্ছি। এতে ব্যাপক লোকসান হচ্ছে। কাজে দেরি নেই, তবুও উদ্বোধন করছে না কেন? কার স্বার্থে এই দেরি ?” স্থানীয়দেরও প্রশ্ন—স্টলের কাজ সম্পন্ন হওয়ার পরও উদ্বোধনে এত দেরি কেন ?
কে বা কারা আটকে রাখছে এই বাজারের নতুন পরিকাঠামো ? হতাশ-ক্ষুব্ধ দোকানদারদের দাবি, প্রশাসন সিদ্ধান্ত নিতে দেরি করলে এমন ঘটনা আরও ঘটতে পারে। আজকের ঘটনায় পরিষ্কার—মানুষের রুটি-রুজি বন্ধ থাকলে অপেক্ষার সীমানা থাকে না।

