উধমপুরে সেনা-জঙ্গি গুলির লড়াই, চার জঙ্গিকে ঘিরে ফেলল সেনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জম্মু কাশ্মীর ডেস্ক নিউজ :: শনিবার ২০,সেপ্টেম্বর :: জম্মু-কাশ্মীরের উধমপুর জেলা আবারও জঙ্গি হামলার আঁতুড়ঘর হয়ে উঠল। আজ ভোর থেকে সেখানে সেনা ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়েছে।

সেনার বিশেষ সূত্র থেকে খবর পেয়েই ভোরবেলায় উধমপুর জেলার এক পাহাড়ি গ্রামে যৌথ তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা ও পুলিশ। সেই সময়ই লুকিয়ে থাকা জঙ্গিরা আচমকা সেনাদের উপর গুলি চালায়। সেনাও পাল্টা জবাব দেয়, এবং শুরু হয় লড়াই।

সেনা সূত্রে খবর, অন্তত চারজন সশস্ত্র জঙ্গি ওই এলাকায় ঘিরে ফেলা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, তারা পাকিস্তান থেকে অনুপ্রবেশ করে বড়সড় নাশকতার ছক কষছিল। সেনার অভিযানে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। বর্তমানে চারদিক থেকে জঙ্গিদের কড়া ঘেরাটোপে রাখা হয়েছে।

উধমপুরের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলেছে সেনা। স্কুল, বাজার, সরকারি অফিসে সতর্কবার্তা জারি করা হয়েছে। স্থানীয়দের বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।

সেনা আধিকারিকরা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনও সেনা বা জঙ্গির হতাহতের খবর নেই। তবে জঙ্গিদের দমন না করা পর্যন্ত অভিযান চলবে। গোটা এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনও জঙ্গি পালাতে না পারে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জেলায় বারবার জঙ্গি অনুপ্রবেশ ও নাশকতার চেষ্টা দেখা যাচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে জঙ্গিরা ভারতে ঢুকে পড়ছে বলে অভিযোগ। প্রতিবারই সেনার সতর্কতা ও দ্রুত পদক্ষেপে বড়সড় হামলার ছক ভেস্তে যাচ্ছে।

উধমপুরের ঘটনার পর ফের একবার সীমান্ত সুরক্ষা ও জঙ্গি দমনে সেনার সতর্কতার নজির সামনে এল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =