নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: উন্নয়নের কাজ স্তব্ধ’ অভিযোগ তুলে এবার দলীয় প্রধানের বিরুদ্ধেই সরব হলেন তৃণমূলের নেতা কর্মীরা। বৃহস্পতিবার বাঁকুড়ার সোনামুখীর পূর্ব নবাসন পঞ্চায়েতের ঘটনা।
এদিন পঞ্চায়েত প্রধান সুনীল রুইদাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখালেন দলের একাংশের কর্মী সমর্থক।
বিক্ষোভকারীদের অভিযোগ, শুধুমাত্র প্রধানের গাফিলতিতে পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের কাজ স্তব্ধ। ২০২১-২২ অর্থবর্ষে এই পঞ্চায়েতে কোন কাজ হয়নি। টেণ্ডার ডাকা হয়, পরে তা বাতিল করা হয়।
দলের বরিষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা না করেই প্রধান নিজের খেয়াল খুশী মতো কাজ করেন বলেও অভিযোগ।
আগামী বছর পঞ্চায়েত ভোট, তার আগে দলের প্রধানের বিরুদ্ধে তৃণমূলের একাংশের বিক্ষোভ ঘিরে বেজায় অস্বস্তিতে শাসক দল।প্রধান সুনীল রুইদাসের দাবি, তাঁর আমলে ঢালাও কাজ হয়েছে। রাজনৈতিক সমস্যা ও ঠিকাদারদের গাফিলতিতে কিছু কাজ আটকে আছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি ইচ্ছাকৃতভাবে ‘অযোগ্য’ লোককে প্রধান করেছে তৃণমূল। ঐ পঞ্চায়েতে কোন কাজ হয়নি। ডেপুটেশান দিয়ে মানুষকে ভুল বোঝাতে চাইছে বলেও তিনি দাবি করেন।