নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১২,নভেম্বর :: সিতাই বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী সমর্থনে পথসভা চলাকালীন হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিতাই বাজার এলাকায় । অভিযোগ ভাঙচুর করা হয় চেয়ার । যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্ব ।
অভিযোগে এদিন সিতাই বাজারে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মার সমর্থন একটি পথসভা চলছিল সেই সময় ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুর বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়ের কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তোলেন । সেই সময় হঠাৎ করে বেশ কিছু লোক জন সভার উপর হামলা চালায় । যদিও তাদের দাবি পাল্টা প্রতিরোধ করায় তারা সেখান থেকে সরে যায় ।