নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগদা :: বুধবার ১২,জুন :: উপনির্বাচন ঘোষণা হতেই পোস্টার পড়ল বাগদা বিধানসভার একাধিক জায়গায়। সেই পোস্টারে লেখা বাগদা বিধানসভায় সুদখোর হারাধন হালদারকে আমার চাই না। এবং বাগদা বিধানসভায় তৃণমূলের দালাল দুলাল বরকে আমরা চাইনা। প্রচারে ভারতীয় জনতা পার্টি।
পোস্টার টি লক্ষ করা গিয়েছে বাগদা বিধানসভার আশারু , জিয়ালা মোড় , চোয়াটিয়া সহ একাধিক জায়গায়। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যা নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কটাক্ষ তৃণমূলের। বাগদা পশ্চিম ব্লকের তৃণমূলের সভাপতি অঘোর চন্দ্র হালদার জানিয়েছেন, গতকাল নির্বাচন কমিশনের তরফে বাগদার উপনির্বাচন ঘোষণা করা হয়েছে।
জানতে পেরেছি বিজেপির টিকিটের জন্য ১৭-১৮ দাবিদার রয়েছে। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আমাদের দল যাকে প্রার্থী করবে আমরা তাকেই সমর্থন করব এবং তাকে নিয়ে প্রচারে নামবো। আমাদের কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যদিও বিজেপির অভিযোগ তৃণমূলের লোকেরায় এই ঘটনা ঘটিয়েছে। এই নিয়ে হারাধন হালদার ও দুলাল বর কোন প্রতিক্রিয়া দিতে চায়নি।