নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২৪,মার্চ :: বাংলা আবাস যোজনায় উপভোক্তার নির্মিয়মান বাড়ির ছবি তুলতে তিন হাজার টাকা দাবি করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের উক্তা গ্রাম পঞ্চায়েতের সদস্য বিল্লু মাজির বিরুদ্ধে। অভিযোগকারিণী ডাঙ্গাল গ্রামের বাসিন্দা নিভা পাল নামে এক বিধবা মহিলা।
জানা গেছে, বাংলা আবাস যোজনার আওতায় এবছর নিভাদেবীর নামে অনুদান বরাদ্দ হয়। প্রথম কিস্তির টাকা পেয়ে তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এরপর দ্বিতীয় কিস্তির টাকার জন্য আবেদন জানান।
প্রশাসনের এক প্রতিনিধি যখন তাঁর বাড়ির নির্মাণের ছবি তুলতে যান, তখন পঞ্চায়েত সদস্য বিল্লু মাজি বাধা দেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে তিন হাজার টাকা না দিলে ছবি তোলা হবেনা।
এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে স্থানীয় রাজনৈতিক মহল। বিজেপির যুব মোর্চার বর্ধমান বিভাগের কনভেনর সৌমেন কার্ফা কটাক্ষ করে বলেন, “এই ঘটনায় প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস কাটমানির জন্য অসহায় গরিব মানুষদেরও ছাড়ে না।
আমরা এর তীব্র নিন্দা জানাই”। বিডিও অফিসে অভিযোগ জানিয়েছেন নিভাদেবী। বিষয়টি তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা।