নিজস্ব সংব্দ্দাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: বৃহস্পতিবার ১৫,মে :: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এর সহযোগিতায় বুধবার একটি উপভোক্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাশমুন্সি অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটিতে উপস্থিত কনজিউমার অ্যাফেয়ার্স এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রবীর অধিকারী বলেন, এই কর্মশালার মূল লক্ষ্য ছাত্র-ছাত্রীদেরকে কনজিউমার অ্যাফেয়ার্স এবং বিআইএসের এ্যাক্ট সম্পর্কে জ্ঞাত করা এবং এই এ্যাক্ট এর মাধ্যমে তারা যাতে তাদের ভবিষ্যৎ জীবনে সঠিকভাবে পরিমাপ সম্পর্কে ধারণা পায় সে বিষয়ে সচেতনতা গড়ে তোলা।