উপ নির্বাচনের ফল ঘোষণার দিন নিরাপত্তা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২৩,নভেম্বর :: শনিবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে ৷ প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে ৷ এরপর ইভিএম এর গননা। সবকটি ইভিএম গণনা হয়ে গেলে তা আসবে কাউন্টিং অবজারভারের টেবিলে ৷ কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার সমস্ত খতিয়ে দেখে তারপর ফলাফল ঘোষণা করবেন ৷

পর্যবেক্ষকরা চাইলে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখতে পারবেন ৷ গণনা কেন্দ্রের ভিতরে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না ৷ বেলা একটার মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।

গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকবে নতুন ধারা অনুযায়ী ১৬৩ ধারা ৷ প্রথম স্তরে থাকছে রাজ্য পুলিশ ৷ রাজ্যের লাঠিধারী এবংএএসআই পদাধিকারী পুলিশেরা থাকবেন ৷ এরপর দ্বিতীয় স্তরে থাকবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷ শেষ স্তরে থাকবে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী ৷

মোবাইল ফোন এবং বাকি সবকিছু গণনা কেন্দ্রের বাইরে রেখে গণনা কেন্দ্রের ভিতর প্রবেশের অনুমতি মিলবে। গণনা কেন্দ্রে একমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না ৷

দ্বিতীয় স্তর যে জায়গাটি চিহ্নিত করা হয়েছে সেখানেই সংবাদমাধ্যমের কর্মীদের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে ৷ গণনা কেন্দ্রের ভিতর থাকছে সিসিটিভি, গণনা কেন্দ্রে কোনও রকম ওয়েবকাস্টিং হবে না ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =