নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: বৃহস্পতিবার ২৭,জুন :: পূর্ব মেদিনীপুরের তমলুক শহর সহ হাসপাতাল মোড়, নিমতলা মোড়, মানিকতলা মোড় সহ একাধিক এলাকায় ফুটপাত দখল করে দিনের পর দিন ব্যবসা করছে। জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী বৈঠকের পর তমলুক মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার,
তমলুক মহাকুমা পুলিশ আধিকারিক আবজল এবরার, তমলুক থানার একাধিক পুলিশ আধিকারিক সহ তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, উপ পৌর প্রধান লীনা মাভই রায় সহ একাধিক কাউন্সিলররা ফুটপাতে বসে থাকা ব্যবসায়ীদের সতর্ক করেন এবং উঠে যাওয়ার নির্দেশ দেন।
বৃহস্পতিবার তাম্রলিপ্ত পৌরসভায় একটি বৈঠক রয়েছে ওই বৈঠকের পরে শুক্রবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। উল্লেখ্য এর আগেও বহুবার ফুটপাতের উপর বসে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে তাম্রলিপ্ত পৌরসভা। তা সত্ত্বেও বারে বার কাদের মদতে সরকারি ফুটপাতে ব্যবসা করছে এখন সেটাই প্রশ্ন।
পাশাপাশি জেলার শিল্প শহর হলদিয়ার বিভিন্ন রাস্তার মোড়, হসপিটালের সামনে ও বিভিন্ন কারখানার সামনে অবাঞ্ছিত দোকান গজিয়ে উঠেছে । * হলদিয়া টাউনশিপের স্টেট ব্যাংক ও কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় হলদিয়া পোর্টের জায়গা দখল করে যারা অবৈধভাবে বাড়ি ও দোকান
তৈরি করে আছেন তাদের ২৭ জুনের মধ্যে খালি করে দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে মাইকিং করে এদিন জানিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে অনেকে নিজেরা ঘর ভেঙে নিতে শুরু করেছেন।