উলট পুরাণ; মানবিক মুখ বসিরহাটের চিকিৎসক ও নার্সদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ৭,আগস্ট :: বসিরহাট স্বাস্থ্য জেলায় পরিষেবা সচল। শনিবার সকাল থেকে বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লক ও তিনটি পৌর এলাকার বিভিন্ন জায়গা থেকে যেসব মুমূর্ষু রোগীরা আসেন তাদের পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালে কর্মীরা।

যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল ও জেলা হাসপাতালে চিকিৎসক ও নার্সদের কর্মবিরতির ছবি উঠে আসছে। সেখানে এক প্রকার ভিন্ন ছবি দেখা গেল বসিরহাট জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে। আরজি কর কাণ্ডে প্রতিবাদে সরব হয়েও মানুষের চিকিৎসার পরিষেবার কোনোরকম খামতি রাখছেন না হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

বিশেষ করে দূরারোগ্য ব‍্যাধিতে যারা আক্রান্ত হচ্ছেন পাশাপাশি হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে যাদের অবিলম্বে চিকিৎসার প্রয়োজন তাদের দিকে বিশেষ করে গুরুত্ব দিচ্ছেন ডাক্তাররা। তারা জানাচ্ছেন, প্রতিবাদে আমরা সামিল আছি, কিন্তু মানুষের পরিষেবা দিতে আমরা বাদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 1 =