নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ২৫,মে :: হাওড়ার উলুবেড়িয়ায় ফুলেশ্বরে মাটির নীচ থেকে উদ্ধার হলো প্রায় শতাধিক বছরের প্রাচীন মুদ্রা। বাড়ি তৈরীর জন্য মাটি কাটার সময় মাটির নীচ থেকে বেরিয়ে আসে প্রাচীন রুপোর মুদ্রা। বুধবার বিকালে রুপোর এই মুদ্রা উদ্ধারের ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়ায় উলুবেড়িয়া পুরসভার ২১নং ওয়ার্ডের ফুলেশ্বর বৈকন্ঠপুরে।
ভীড় উপচে পড়ে এলাকায়। শেষে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা গেছে, বুধবার সকাল থেকে স্থানীয় এক ব্যক্তির বাড়ি তৈরীর জন্য মাটি কাটা হচ্ছিল। মাটি কাটার সময় মাটির নীচ থেকে একটি ঢাকনা দেওয়া মাটির হাঁড়ি দেখতে পান শ্রমিকরা।
কৌতহলবশত তারা মাটির হাঁড়ির ঢাকনা খুলতেই ভিতরে একটি কাঁচের বোতলের মধ্যে রুপোর মুদ্রাগুলি দেখতে পান তারা।
বাড়ির এক সদস্যা জানান, বুধবার বাড়ি তৈরীর জন্য মাটি কাটা হচ্ছিল। তিনি বাড়িতে রান্না করার সময় রুপোর মুদ্রা উদ্ধারের বিষয়টি জানতে পারেন। ৬০/৭০ টি মুদ্রা পাওয়া গেলেও জামাই কিছু মুদ্রা নিয়ে চলে যান। এখন তাঁর কাছে ২৭টি মুদ্রা আছে।
অন্যদিকে, এলাকার চিকিৎসক ডা: প্রবীণ কুমার মান্না বলেন, উদ্ধার হওয়া মুদ্রাগুলি শতাধিক বছরের পুরাতন। উলুবেড়িয়া থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। অন্যদিকে মুদ্রা উদ্ধারের বিষয়ে পুলিস প্রশাসনের বক্তব্য আপাতত মুদ্রাগুলি যার কাছে আছে সেখানেই থাকছে। পরবর্তী ক্ষেত্রে তদন্তের স্বার্থে প্রযোজন হলে মুদ্রাগুলি নিজেদের হেফাজতে নেওয়া হবে।