নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান  :: শুক্রবার ২৪,অক্টোবর ::   উলুবেড়িয়ার পর এবার পূর্ব বর্ধমান জেলার গুসকরায় আবারও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী। অভিযুক্তের নাম কেনারাম দাস বৈরাগ্য । বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রাম এলাকায়।
অভিযোগ, রাতের অন্ধকারে এক ৩৭ বছর বয়সী বিবাহিতা মহিলাকে রাস্তার ধারে একা পেয়ে বনের ভিতর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে কেনারাম। নির্যাতিতা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত গ্রামবাসীরা তাকে ধরে ফেলে।
 খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে কেনারাম দাস বৈরাগ্যকে আটক করে থানায় নিয়ে যায়। নির্যাতিতার বাবার অভিযোগ, “আমার মেয়ে গুসকরা থেকে বাড়ি ফিরছিল টোটোতে। অভিযুক্ত তাকে বলে জঙ্গলের পাশ দিয়ে একটু এগিয়ে দিতে, কারণ তার বাবা নাকি সেখানে অপেক্ষা করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে কেনারাম দাস বৈরাগ্যকে আটক করে থানায় নিয়ে যায়। নির্যাতিতার বাবার অভিযোগ, “আমার মেয়ে গুসকরা থেকে বাড়ি ফিরছিল টোটোতে। অভিযুক্ত তাকে বলে জঙ্গলের পাশ দিয়ে একটু এগিয়ে দিতে, কারণ তার বাবা নাকি সেখানে অপেক্ষা করছে।এরপরেই টোটো থেকে নামানোর পর আমার মেয়েকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে কেনারাম। চেঁচামেচি শুনে মানুষ ছুটে আসে, তাতেই বাঁচে আমার মেয়ে”। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
	
	
