নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উলুবেড়িয়া :: বৃহস্পতিবার ২৩,অক্টোবর :: উলুবেড়িয়া শরৎ চন্দ্র মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনা।প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি।হাওড়া “গ্রামীন পুলিশ সুপার অফিস চলো” অভিযান।
+অফিসের কিছুটা আগে জমায়েত করে মিছিল করে এগোতে গেলে আটকে দেয় পুলিশ। আগে থেকেই লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছিলো সার্ভিস রোডে।ব্যারিকেড টপকে এগোতে গেলে বাধা দেয় পুলিশ।এরপর শুরু হয় পুলিশের সাথে বচসা ও ধস্তাধস্তি।
হাওড়া গ্রামীনের বিজেপি সভাপতি দেবাশীষ সামন্ত জানান সারা রাজ্যে মহিলারা সুরক্ষিত নন।উলুবেড়িয়া হাসপাতালে যে ঘটনা ঘটলো তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো মহিলারা নিরাপদ নন।
তাই প্রশাসনকে মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তা নাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।আজ এই কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকার কথা থাকলেও তিনি বিশেষ কাজে আসতে পারেননি বলে জানায় বিজেপি।