উৎপাদিত আলুর দাম নেই, এই অবস্থায় আন্দোলনে নামলেন বাম গণ সংগঠন সারা ভারত কৃষক সভার নেতা কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা : সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ৬ই,মার্চ :: উৎপাদিত আলুর দাম নেই, এই অবস্থায় দালাল, ফড়ে বা তৃণমূল নেতাদের বাদ দিয়ে সরকারী উদ্যোগে সরাসরি কৃষকদের কাছ থেকে সরাসরি এক হাজার টাকা ক্যুইন্ট্যাল প্রতি আলু কেনা, রাজ্যের বাইরে আলু রপ্তানী, জেলার হিমঘর গুলিতে আলু সংরক্ষণ করার ক্ষেত্রে কৃষকদের অগ্রাধিকার সহ বেশ কিছু দাবিতে আন্দোলনে নামলেন বাম গণ সংগঠন সারা ভারত কৃষক সভার নেতা কর্মীরা। রবিবার বাঁকুড়ার ওন্দার চৌমাথা মোড়ে রাস্তার উপর আলু ফেলে বিক্ষোভ দেখান তাঁরা।

আন্দোলনকারী বাম গণসংগঠনটির দাবি, এই মুহূর্তে উৎপাদিত আলুর দাম নেই। ঋণভারে জর্জরিত আলু চাষীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই অবস্থায় আলু চাষীদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে আগামী ১১ মার্চ রাজ্য জুড়ে এই ইস্যুতে তাঁরা আন্দোলন কর্মসূচী করবেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 8 =