ঋত্বিক সদনে নাট্যমেলা বাতিল নিয়ে চূড়ান্ত বিতর্ক। কল্যাণী পৌরসভার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: শনিবার ৪,নভেম্বর :: ঋত্বিক সদনে নাট্যমেলা বাতিল নিয়ে চূড়ান্ত বিতর্ক। কল্যাণী পৌরসভার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আগামী ২৩ থেকে ২৬ তারিখ নাটকের জন্য বুকিং করা হয়েছিল কল্যাণী, পৌরসভা পরিচালিত ঋত্বিক সদনের নাট্যমঞ্চ। সরকারি অনুষ্ঠান দেখিয়ে আচমকা সেই অনুষ্ঠান বাতিল করার কথা বলা হয় পৌরসভার তরফ থেকে।

যেহেতু গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান রয়েছে সেই কারণে পৌরসভার থেকে জানিয়ে দেওয়া হয় তারা এই চার দিন সেখানে কোন নাটক করতে পারবেন না। এ বিষয়ে নাট্যমঞ্চের সম্পাদক সুমন পাল জানান, দীনেশ চট্টোপাধ্যায় এর পরিচালিত সঠিক নাটক করার কথা ছিল সেখানে এবং শুরু হতো উৎপল দত্তের ব্যারিকেড দিয়ে।

কিন্তু নাট্য মঞ্চের ইমেইলে আচমকা একটি মেসেজ আছে সেখানে বলা হয় যেহেতু সরকারি অনুষ্ঠান রয়েছে তাই আমরা বুকিং ক্যানসেল করছি। আমাদের দীর্ঘদিন আগে এই বুকিং করা ছিল। তবে আচমকা কি কারনে আমাদের অনুষ্ঠান বাতিল করা হলো সঠিক কিছু বুঝতে পারছি না। তবে আমরাও দেখতে চাই এই চার দিন কি এমন সরকারি বিশেষ অনুষ্ঠান রয়েছে যার কারণে আমাদের বুকিং বাতিল করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 6 =