নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৯,আগস্ট :: অভয়া মৃত্যুর বিচারের দাবিতে এর আগেও নবান্ন অভিযান হয়েছে এবারেও অভয়ার বাবা-মায়ের ডাকে নবান্ন অভিযান।
এইটুকুই রাজ্য সরকারকে বোঝাতে চাইছি যে আপনি পুলিশ এবং গুন্ডা দিয়ে শাসনতন্ত্র চালাচ্ছেন তা গণতন্ত্রের পক্ষে সঠিক কাজ নয়।এই লড়াইটা জাগিয়ে তোলার জন্য তার বাবা মাকে ধন্যবাদ জানাই। আর এই আন্দোলনকে দেখে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে এখানে যেভাবে আন্দোলন রোখার জন্য ব্যারিকেড জল কামান ব্যবহার করা হচ্ছে এটাই আমাদের জয়, যে মমতা ব্যানার্জির সরকারকে নাড়া দিতে পেরেছি।
তবে অভয়া মৃত্যুর বিচার হবেই বলে জানালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তিনি সেই আন্দোলনে যাচ্ছেন। সেখানে কে যাবে না যাবে সেটা বড় কথা নয়। লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনে যোগ দেবে বলে নবান্ন অভিযানের উদ্দেশ্যে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন অর্জুন সিং।