এইমসে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা গ্রেপ্তার বিজেপি নেত্রী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: মঙ্গলবার ৯,ডিসেম্বর :: এইমসে চাকরির টোপ, সুকান্ত মজুমদারের নাম করে টাকা তোলার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। গ্রেফতার বিজেপি নেত্রী তনু খাস্তগীর। তিনি অর্জুন সিং ঘনিষ্ঠ পরিচিত বলে অভিযোগ। ঘটনাটি নদিয়ার কল্যাণী বসন্তপুর এলাকার ঘটনা।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম করে এইমসে চাকরির টোপ দিয়েছিল এই বিজেপি নেত্রী। ৪ জনের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেত্রীর বিরুদ্ধে।

অভিযুক্ত বিজেপি নেত্রীর নাম তনু খাস্তগীর। তিনি উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরের মহিলা মোর্চার জেলা সম্পাদিকা। বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহরে।

অভিযোগ, কল্যাণীর সগুনা অঞ্চলের ৪ জন বাসিন্দার কাছ থেকে এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেন তনু খাস্তগীর।অভিযোগ, বিজেপি নেতা সুকান্ত মজুমদারের নাম করে ২ মাসের মধ্যে এইমসে চাকরি পাইয়ে দেবেন বলে জানিয়েছিলেন তনু। কিন্তু ৮ মাস কেটে গেলেও চাকরি হয়নি চাকরিপ্রার্থীদের।

ইব্রাহিম মন্ডল, রিপন দাস, পঙ্কজ দাস নামে তিনজনার কাছ থেকে এইমসে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন ধনু খাস্তগীর। চাকরিপ্রার্থীরা জানান, এইমসে আর একজনের চাকরি করে দিতে হবে বলে টাকার প্রলোভন দেখান তনুকে। তিনি এইমসে হাজির হন।

সেই সময় চাকরিপ্রার্থীরা টাকা ফেরত চান তনুর কাছ থেকে। কিন্তু তা দিতে না পারায় তনুকে আটকে গয়েশপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন চাকরিপ্রার্থীরা। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে।

যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বারংবার তনু খাস্তগীর নিজের দোষের কথা অস্বীকার করেন। তিনি নিজে বলেন গোটা ঘটনায় জড়িত কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিধায়ক ছাড়া ও চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম করেছেন এই বিজেপি নেত্রী।

এ বিষয়ে তৃণমূল নেতা চঞ্চল দেবনাথ জানান, কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নাম করে এর আগেও একাধিকবার বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল টাকা আত্মসাৎ এর। এবার আবারো এই একই অভিযোগ।

চাকরিপ্রার্থীদের কাছ থেকে যে টাকা তোলা হয় সেটা বিজেপির ওপর মহল পর্যন্ত ভাগ বাটোয়ারা হয় বলেও দাবি করেন চঞ্চল দেবনাথ।

এ বিষয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি আমি জানিনা আর না জেনে মন্তব্য করাটা ঠিক হবে না। বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখছি। চাকুরী প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =