নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: মঙ্গলবার ২৩,এপ্রিল :: রাজ্যে বিজেপি তিরিশটি আসন পেলেই উত্তরবঙ্গে দ্বিতীয় এইমস হাসপাতাল তৈরী করার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় পর্যায়ে ভোটের প্রচারে শেষ বেলায় এসে এইমস তৈরীর গ্যারেন্টি দিয়ে গেলেন নরেন্দ্র মোদির সরকারের দ্বিতীয় ব্যাক্তি অমিত শাহ।
মঙ্গলবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে এমনই প্রতিশ্রুতি দিয়ে গেলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী। উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রসাখোয়া হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই প্রতিশ্রুতি দিলেন তিনি ।
অমিত শাহ বলেন, কেন্দ্রীয় সরকার রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরী করতে চেয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জী রায়গঞ্জের এইমস হাসপাতালকে কল্যানীতে স্থানান্তর করে নিয়ে গেছেন। অমিতজি জানান,রাজ্যে বিজেপি তিরিশটি আসন পেলেই উত্তরবঙ্গে দ্বিতীয় এইমস হাসপাতাল তৈরী হবে, প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এটা মোদির গ্যারেন্টি।