নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: মঙ্গলবার ২,জুলাই :: মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। আর এই কন্যাশ্রী প্রকল্পে জনসমক্ষে মডেলের মাধ্যমে প্রস্তুত করেছিল বালুরঘাট পৌরসভা। সেই কন্যাশ্রী মডেল এর হাত কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বালুরঘাট থানা, লাগোয়া শহরের রাস্তার ডিভাইডারের মধ্যে এসেই কন্যাশ্রী মডেলটি তৈরি করা হয়।
আর সেই মডেলেরই হাত কে বা কারা কেটে নিয়ে চলে গেল তা নিয়ে থানার সম্মুখ থেকে তানিয়েই উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী মডেলের হাত থানার সামনে থেকে কিভাবে কেটে নিয়ে চলে যায় তাহলে শহরের মানুষ কি আদৌ নিরাপদ রয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পুর অধ্যক্ষ অশোক মিত্র জানান বিষয়টি নিয়ে থানায় জানানো হয়েছে এবং পদক্ষেপ নিতে ব্যবস্থা করা হয়েছে। বিজেপির সম্পাদক বাপি সরকার জানান, এই বিষয় নতুন কিছু না তৃণমূলের রাজত্বে এইসব হয়ে ই থাকে।