নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শনিবার ১৪,অক্টোবর :: ১৪ ই অক্টোবর অর্থাৎ আজ শনিবার পিতৃপক্ষ শেষ হল। শেষ হল আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে। এবারে অমাবস্যার দিনটি শনিবার অর্থাৎ আজ, এটিকে শনিচরি অমাবস্যাও বলা হয়। সর্ব পিতৃ অমাবস্যার দিনে, পূর্বপুরুষরা পৃথিবী থেকে পিতৃজগতে ফিরে যান।
কথিত আছে, সর্ব পিতৃ অমাবস্যার দিনে, মানুষ যদি কোনও মৃত ব্যাক্তির শ্রাদ্ধ করতে ভুলে যান তবে সেই ব্যাক্তি তার নামেও করতে পারেন। এছাড়াও, পূর্বপুরুষদের কিছু মন্ত্রও এই দিনে জপ করা হয়। এই প্রথা মেনে আজ শনিবার মহালয়ার সকালে মানুষ ভিড় জমাচ্ছেন তর্পনের জন্য কলকাতার শোভাবাজার ঘাটে।