নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২২,অক্টোবর :: এই মুহূর্তে আবহাওয়াবিদ আবহাওয়া বিভাগ অধিকর্তা গণেশ কুমার দাস এর মতে গতকালের যে লো প্রেসার সিস্টেম ছিল সেটা খানিকটা এন্টেন্সিফাই করেছে । এখন তার অবস্থান হচ্ছে সাউথইস্ট অ্যাড জয়েনিং বে অফ ওয়েস্ট বেঙ্গল ।
২২ তারিখ নাগাদ এটা আরেকটু ঘনীভূত হবে ডিপ্রেশনে পরিণত হবে বে অফ বেঙ্গলের উপরে । তারপরে চান্সেস রয়েছে সেটা সরে যাবে নর্থ ইস্ট ওয়ার্ড বাংলাদেশ এর দিকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টাল এর দিকে । ২২ তারিখ নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল দুই জায়গাতেই শুষ্ক ওয়েদার ।
শুধু নর্থ বেঙ্গলে যদি কথা বলা হয় তাহলে আগামী সাতদিন শুষ্ক ওয়েদার থাকবে । সাউথ বেঙ্গল এর ক্ষেত্রে ২৩ তারিখে চান্সেস রয়েছে কোস্টাল এরিয়া গুলোতে নর্থ সাউথ ২৪ পরগনা কলকাতা ইস্ট মিদনাপুর হাওড়া হুগলিতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
চব্বিশ তারিখে বৃষ্টিপাত বাড়বে এক থেকে তিন সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে কোস্টাল জেলাগুলোতে নর্থ সাউথ ২৪ পরগনা ইস্ট মিদনাপুর হাওড়া হুগলি কলকাতা এছাড়া বাকি জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টিপাত। ২৬ তারিখের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে এবং নরমাল পরিস্থিতিতে আসার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জন্য।
কলকাতার ক্ষেত্রে আজকে পরিষ্কার আকাশ এবং কাল থেকে আংশিক মেঘলা আকাশ ২৪ তারিখ এবং ২৫ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । সতর্কবার্তা বলতে এই মুহূর্তে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ করা হয়েছে, ২৪ তারিখ এবং ২৫ তারিখ ।