এই বৈশাখেও শিলিগুড়ির স্কুলে হাঁটু সমান জল – মিডডে মিল বন্ধ ?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৈশাখেই স্কুলের উপর দিয়ে যেনো নদী বয়ে যায়। হ‍্যা সরকারি স্কুলের এই অবস্থা। বাস্তব চিত্র এটাই। শিলিগুড়ির ফুলবাড়ী সংলগ্ন জটিয়াকালি জুনিয়র বেসিক স্কুল বর্তমানে হয়ে উঠেছে দর্শনীয় স্থান। সমগ্র স্কুল চত্বর জুড়ে জমে রয়েছে হাঁটু সমান জল।

আর এই দৃশ্য একবার চোখে দেখতে এখন প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে স্কুলে ছুটে আসছেন বলেও জানা গেছে।বৈশাখের এই চড়া রোদেও এক হাঁটু জল ডিঙিয়ে স্কুলে প্রবেশ করতে হয় পড়ুয়াদের।লজ্জা জনক এই স্কুলটি অবস্থিত ফুলবাড়ির জটিয়াকালি এলাকার একেবারে জাতীয় সরকের ধারে। স্কুলের প্রধান শিক্ষক পবিত্র রায় জানান এলাকার প্রধান সহ বিভিন্ন সরকারি দফতরে একাধিক বার জানিয়ে ও কোনো লাভ হয়নি ।

স্কুলের মাঠে জলথাকার কারণে রান্না হচ্ছে না মিড ডে মিলের। খাবার থেকেও বঞ্চিত পড়ুয়ারা। এই স্কুল নিয়ে আতঙ্কে রয়েছে অভিভাবক থেকে স্কুলের শিক্ষকরা। কি করছেন জেলা স্কুল কর্তৃপক্ষ ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =