এই মুহুর্তের ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি কেমন ? আমাদের বন্ধু সাংবাদিকের হান্না লিউকনেভার প্রতিবেদন

https://twitter.com/i/status/1503837415672320004ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: “ওপরের  ভিডিও লিংকটি এই তিন নেতার শীর্ষ বৈঠক নিয়েই – প্লিজ দেখুন ”  

চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন সফরে যাওয়াকে নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিন দেশের নেতাদের সতর্ক করেছিল ইউরোপীয় ইউনিয়ন। তবে শেষ পর্যন্ত সে ঝুঁকি নিয়েই কিয়েভ সফর করেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা। সফরের পরিকল্পনাটি ছিল পোল্যান্ডের।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিন দেশের প্রধানমন্ত্রীরা যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করছিলেন, তখন কিয়েভে কারফিউ শুরু হয়ে গেছে। বৈঠক চলার সময়ও কিয়েভের বিভিন্ন অংশে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গতকাল ছিল হামলার ২০তম দিন। এদিন ওয়ারশ থেকে ট্রেনে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিয়েভ সফরে যান ন্যাটো জোটের তিন সদস্যদেশের প্রধানমন্ত্রীরা। তাঁরা হলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেজ জানসা। এই তিন দেশ ইইউরও সদস্য।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই তিন নেতার ট্রেনে করে কিয়েভে যাওয়ার সিদ্ধান্তের পেছনেও একটি কারণ আছে। তাঁদের আশঙ্কা ছিল, পোলিশ সামরিক বিমানে করে ইউক্রেনে গেলে তা রাশিয়া ভালোভাবে নেবে না। একে ভয়াবহ উসকানিমূলক আচরণ বলে আখ্যা দিতে পারে মস্কো।

কিয়েভের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় লড়াই চলছে। মঙ্গলবার যখন তিন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক হচ্ছিল, তখনো শহরজুড়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার কিয়েভে রুশ বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

Hanna Liubakova
@HannaLiubakova

#Ukraine Unimaginable. In Chernihiv, 10 people waiting in line for bread were shot dead. Ukrainian Suspilne reported that it happened this morning in one of the sleeping areas of the city.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − thirteen =