নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: ১৮,মে :: এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম বয়েছে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়ে রেকর্ড করলো হুগলি জেলার চুঁচুড়ার বাসিন্দা বর্ণালী চন্দ।নাম উঠেছে একাধিক রেকর্ড বুকেও।মাত্র ছয় বছর বয়সে ক্যারাটেতে ব্ল্যাক বেল্টের অধিকারী এই ক্ষুদে।
যে বয়সে অন্য ক্ষুদেদের হাতে পায়ে চাঞ্চল্য থাকে সেই বয়সে হাত পায়ে সঠিক দিশায় রেখে এই বয়সেই ব্ল্যাক বেল্ট জিতে রেকর্ড গড়েছে বর্ণালী।সেন্ট থমাস স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্রী বর্ণালী।ক্যারাটে পরিভাষায় এই বয়সেই দশটি কাতা পার করে ব্ল্যাক বেল্ট জিতে নিয়েছে এই ক্ষুদে।
যে ব্ল্যাক বেল্ট জিততে প্রায় ১২ থেকে ১৩ বছর সময় লাগে তা মাত্র ছয় বছর বয়সে জিতে নিয়ে ভারতবর্ষের মধ্যে প্রথম এতো কম বয়সে এই যোগ্যতা অর্জন করে রেকর্ড করেছে বর্ণালী।বাবার হাত ধরে মাত্র তিন বছর বয়সেই ক্যারাটেতে হাতে খড়ি হয় বর্ণালীর।চন্দননগরের অমিতাভ ঘোষের কাছে ক্যারাটে প্রশিক্ষণ শুরু হয় বর্ণালীর।করোনা এর সময় যখন স্কুল কলেজ বন্ধ সেই সময়ে বেশি সুযোগ পেয়ে দুবেলা চুঁচুড়ার মাঠে প্রশিক্ষণ নিয়ে গেছে বর্ণালী ।