নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বাঁকুড়া :: বাঁকুড়া রেঞ্জের এই মুহূর্তে ১০ থেকে ১১ টি হাতির একটি দল পাঞ্চেত ডিভিশন এলাকায় অবস্থান করছে। ফলে চরম আতঙ্কিত জঙ্গল লাগোয়া গ্রাম গুলির মানুষ। হাতির আক্রমণে ফসল, সম্পত্তি হানির পাশাপাশি প্রাণহানির আশঙ্কা করছেন তারা।
হাতির একটি দল বিষ্ণুপুরের ঢেঙ্গাশোল গ্রামের কৃষি জমিতে ঢুকে পড়ে। পরিযায়ী ঐ হাতির আক্রমণে বিঘার পর বিঘা চাষের জমি নষ্ট হয়েছে বলে ঐ এলাকার চাষীদের অভিযোগ।বিষ্ণুপুরের রেঞ্জার তপোব্রত রায় বলেন, হাতির ঢোকার খবর জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছিল। হাতির হানায় ক্ষতিগ্রস্ত কৃষকরা সবাই সরকারী নিয়মানুযায়ী ক্ষতিপূরণ পাবেন বলে তিনি জানান।