নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১২,ডিসেম্বর :: এই রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন করলেন সি ভি আনন্দ বোস। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন। সেই বাংলায় আমি ভোটার হতে চাই।
আমার পদবী বোস। নেতাজি সুভাষ চন্দ্র ও বোস আমি মানসিক, সাংস্কৃতিক ভাবে বাংলার সঙ্গে যুক্ত থাকতে চাই। বৃহস্পতিবার এস আই আর এর শেষ দিন ছিল । এদিন রাজ্যের ভোটার হতে চেয়ে লোকভবনে বি এল ও এবং সুপার ভাইজারদের কাছে আবেদনপত্র জমা দেন সি ভি আনন্দ বোস।

