একই জমিতে আলু ও লঙ্কা চাষ করে তাক লাগিয়ে দিলেন এক চাষী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: বুধবার ২৬,ফেব্রুয়ারি :: ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২নং অঞ্চলের কৃষক গজেন্দ্রনাথ রায় অভিনব যৌথ চাষ পদ্ধতি অবলম্বন করে নজির গড়লেন। আলু ও লঙ্কা চাষ করলেন একই জমিতে এবং যথেষ্ট সফল হয়েছেন, কৃষি ক্ষেত্রে নতুন দিকের উন্মোচন হল।

গজেন্দ্রনাথবাবু জানান, দিন দিন আবাদি জমির পরিমাণ কমছে, ফলে বিকল্প চাষপদ্ধতি খুঁজতে হচ্ছে। যৌথ চাষের ফলে অল্প জমিতেই বেশি ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। সার ও পুষ্টি একই সঙ্গে দেওয়া সম্ভব হওয়ায় উৎপাদনও ভালো হচ্ছে।

এভাবে চাষ করলে কৃষকদের অতিরিক্ত খরচের বোঝা কমবে এবং লাভও বাড়বে বলে মনে করছেন তিনি। তাঁর এই প্রচেষ্টা ভবিষ্যতে বহু চাষিকে নতুন পথ দেখাবে, এমনটাই মত কৃষি বিশেষজ্ঞদের। গজেন্দ্রনাথ রায়ের এই উদ্ভাবনী পদ্ধতি শুধু তাঁর নিজের জন্য নয়, সমগ্র কৃষি সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 8 =