একই পরিবারের তিনজন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা , একজনের মৃত্যু, আশঙ্কাজনক দুজন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: শুক্রবার ১৩,ডিসেম্বর :: একই পরিবারের তিনজন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন নিজের বাড়িতে। তিনজনের মধ্যে একজন মৃত ও বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার ৩০ নম্বর ওয়ার্ডের লস্করপুর এলাকায়। ওই তিন জন হলেন দীপক রায় ৬৩ বছর বয়স তার স্ত্রী জলি রায় ৫৫ বছর বয়স তার মেয়ে দিশারী রায় ২৩ বছর বয়স। দীপক বাবুর বাড়ি হাবড়ায় । ঘর জামাই হিসাবে থাকতেন । পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সূত্রের খবর দীর্ঘদিন আর্থিক অনটনে ভুগছিলেন তারা।

অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের একমাত্র মেয়ে দিশারির পড়াশোনার খরচ চালাতে পারেননি। গতকাল দীপক বাবুর শালিকা বাড়িতে আসার কথা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য। বৃহস্পতিবার তাদের বাড়িতে এসে দেখেন দীপকবাবু এবং তার বোন ও বোনের মেয়ে তিনজনে মৃত্যুর দিকে ঢলে পড়েছেন।

তিন জনকে নিয়ে স্থানীয় মানুষের সহযোগিতায় হাসপাতালে গেলে ডাক্তাররা দীপক বাবু স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন। হাতের শিরা কাটা অবস্থায় দিশারী ও ঘুমের ওষুধ খাওয়া দীপক বাবুর অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + eight =