সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মন্দিরবাজার :: সোমবার ৩১,জুলাই :: টানা পাঁচ দিন ধরে কখনো মাঠের দিকে তো কখনো বাড়ির বারান্দায় সন্তানের জন্য পথ চেয়ে বুক চাপড়ে কাঁদছেন বাবা-মা। কখনো কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন মা। মেয়েদের শোকে বাবা মাকে এই কদিনে একটু জল ছাড়া কিছু খাওয়াতে পারেনি প্রতিবেশীরা ।
গত ২৭ জুলাই প্রতিদিনের মতো স্কুলের পোশাকে স্কুল টাইমে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি দুই বোন । ১২ বছরের তানিয়া পুরকাইত, ও ১৪ বছরের মোসাদ্দিকা পুরকাইত। মন্দিরবাজার সারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল এই দুই বোন। আপন খুড়তুতো ও জ্যঠতুতো বোন দুজন।
বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন প্রত্যেকের বাড়ি খোঁজ করার পর মন্দিরবাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই দুই নাবালিকা ছাত্রীর বাবা-মা। আপন দুই ভাইয়ের দুটি মেয়ে একই পরিবার থেকে একই দিনে নিখোঁজ হওয়ায় গোটা এলাকায যেন শোকস্তব্ধ। বাড়িতে আত্মীয় পরিজনদের ঢল।
বাবা-মা এর আশঙ্কা কোন নারী পাচার চক্রের খপ্পরে পড়ে পাচার হয়ে যেতে পারে তাদের মেয়ে। আর এই আশঙ্কায় মা-বাবা যেন আরো ভেঙে পড়েছেন। পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধান প্রত্যেকে যোগাযোগ রেখেছেন থানা পুলিশের সঙ্গে।
পুলিশের পক্ষ থেকেও আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে ওই দুই নাবালিকা বোনের সন্ধান করার। যদিও এখনো তাদের কোন হদিস মেলেনি। প্রশাসনের কাছে বাবা-মায়ের এখন একটাই আকুতি যে কোনো উপায়ে ফিরিয়ে আনুক তাদের কোলের দুই সন্তানকে।