একই সেমিস্টারের পূর্ববর্তী বছরের রেজাল্ট না দিয়েই এই ফর্ম পূরণ শুরু হয়ে গেল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: সোমবার ৩,মার্চ :: বর্ধমান বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সেমিস্টার ১ এর রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। সেই ছেলেমেয়েগুলো এখন তৃতীয় সেমিস্টার পড়ছে। এদিকে চলতি শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার এর ফর্ম পূরণ চলছে।

একই সেমিস্টারের পূর্ববর্তী বছরের রেজাল্ট না দিয়েই এই ফর্ম পূরণ শুরু হয়ে গেল। এখন যারা তৃতীয় সেমিস্টার তারা জানেনা ওই পরীক্ষায় তাদের কি ফলাফল হবে। জানা থাকলে কোনো পেপারে যদি অকৃতকার্য হতো তাহলে এই বছরের, অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার এর ফর্ম পূরণের সুযোগটা থাকত তার।

নিয়ম অনুযায়ী একটা সেমিস্টার পাস করার তিনবার সুযোগ পাওয়া যায়। হিসেব মত ২০২৩- ২৪ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র ছাত্রীদের একটা চান্স কাউন্ট নষ্ট হলো। জাতীয় শিক্ষানীতি হয়ে থেকে একটি পরীক্ষাও সময় মত হয়ে উঠছে না।

এই সমস্ত বিষয় গুলো যাতে সমাধান হয় ঠিক তারই প্রতিবাদে আজ অর্থাৎ সোমবার বেলা ১২ টা থেকে দেড়টা পর্যন্ত একটি প্রতিবাদ করা হলো এসএফআই এর পক্ষ থেকে মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমরম মহাবিদ্যালয়ে। সবশেষে কলেজ কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি ও জমা করল এসএফআই- এর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − four =