নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: সোমবার,৫মে :: একটি আম বোঝাই লরি কালনা বর্ধমান রোডের ওপর দিয়ে যাওয়ার সময় কালনার দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল বলে সূত্রে জানা যায়, সেই মত অবস্থায় পার্শ্ববর্তী পুকুরে পাল্টি খায়। শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা।
তড়িঘড়ি উদ্ধার কার্যে হাত লাগান তারা। খবর দেওয়া হয় মেমারি থানায় এবং বিপর্যয় মোকাবিলা টিমকে। পুলিশ পৌঁছে মোকাবিলা টিমের সদস্যরা উদ্ধার কাজে নামেন। একটানা উদ্ধার কার্য চালিয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তির দেহ উদ্ধার হয়।
এখনো আরেকজন ব্যক্তি দেহ রয়েছে বলে স্থানীয়দের অনুমান। এই ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।