নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১,এপ্রিল :: পূর্ব বর্ধমানের জেলার নান্দুড় এলাকায় একটি ইঁটভাটার মধ্যে ৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক আইসক্রিম বিক্রেতাকে গ্রেফতার করল বর্ধমান মহিলা থানার পুলিশ। ধৃতের নাম সুভাষ বিশ্বাস ওরফে সাধু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , রাঁচি থেকে আসা এক শ্রমিক পরিবারের ওই নাবালিকাকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত ইঁটভাটার মধ্যে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।
স্থানীয়রা বিষয়টি জানার পর ওই ইঁটভাটা কর্তৃপক্ষ নাবালিকাকে এক ওষুধ দোকানে নিয়ে যায় । সেখানে বলা হয় শিশুটি খেলতে গিয়ে আঘাত পেয়েছে। কিন্তু ওষুধ দোকানদার ক্ষতস্থান দেখে সন্দেহ প্রকাশ করেন এবং শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
প্রথমে অবহেলা করলেও পরে পুলিশি হস্তক্ষেপে শিশুটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। বর্তমানে নাবালিকার চিকিৎসা চলছে । পাশাপাশি গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ।