নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বৃহস্পতিবার ৬,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত পাহাড়হাটি বাজারে মেমারি রোডে একটি খাবারের দোকান, দাঁড় করানো একটি মোটরসাইকেল ও একটি টোটোকে ধাক্কা মেরে দোকানের ভেতরে ঢুকে যায় বুধবার একটি রোগী বিহীন এম্বুলেন্স।
খাবারের দোকানটি বন্ধ থাকার কারণে এবং টোটোয় প্যাসেঞ্জার না থাকার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা হয়। অ্যাম্বুলেন্স গাড়িটি সাতগেছিয়া দিক থেকে মেমারি রোডের দিকে যাচ্ছিল বলে জানালেন টোটো চালক। স্থানীয় সিভিক ভলেন্টিয়ার মাধ্যমে খবর পাওয়া মাত্রই মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছান।
কিছুক্ষণের জন্য রাস্তায় যানজট হয়ে যায় পুলিশ এসে রাস্তা ক্লিয়ার করে দেন এবং পরিস্থিতি স্বাভাবিক করে দেন। অ্যাম্বুলেন্স গাড়িটিকে পুলিশ সাতগেছিয়া ফাঁড়িতে নিয়ে যায় , এবং গাড়ি চালক অর্থাৎ অ্যাম্বুলেন্সের চালক পলাতক বলে সূত্রে জানা যায়।