নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শনিবার ২৫,অক্টোবর :: পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর রথতলার কাছে চাঞ্চল্যকর ঘটনা রক্তাক্ত সংঘর্ষ। অভিযোগ, একটি চারচাকা গাড়ির সঙ্গে বাইকের ধাক্কাকে কেন্দ্র করে বচসার জেরে গাড়ি চালকের গলায় ছুরি চালিয়ে দেয় এক বাইক আরোহী।
জানা গিয়েছে, আহত যুবকের নাম তাপস হেমরম। বাড়ি সোমরা বাগগাছিয়া এলাকায়। পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়ি জামনা যাচ্ছিলেন তিনি। সেই সময় বৈদ্যপুর রথতলার কাছে একটি বাইকের সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লাগে।
এরপরই মদ্যপ অবস্থায় থাকা বাইক আরোহীদের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, বচসার মাঝেই এক বাইক আরোহী হঠাৎ ছুরি বার করে তাপসের গলায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে বাইক আরোহীকে ধরে ফেলে এবং স্থানীয় ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়।
আহত তাপস হেমরমকে উদ্ধার করে কালনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

