একটি চার চাকা গাড়ি আনন্দবিহার দিয়ে দুর্গাপুর হাউসের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় বিবেকানন্দ রোড রাস্তার মুখে একটি উল্টোদিক থেকে টোটোর সাথে মুখোমুখি ধাক্কা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ২৩,মার্চ :: সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা দুর্গাপুর টাউনশিপে বিবেকানন্দ রোড এলাকায় । সকাল থেকেই নিম্নচাপ তারই মধ্যে একটি চার চাকা গাড়ি আনন্দবিহার দিয়ে দুর্গাপুর হাউসের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় বিবেকানন্দ রোড রাস্তার মুখে একটি উল্টোদিক থেকে টোটোর সাথে মুখোমুখি ধাক্কা ।

ঘটনাস্থলে আহত হয় টোটো চালক। আহত টোটো চালক বছর ৪০ এর দীনেশ সাহা ধোবিঘাটের কর্মকার পাড়ার বাসিন্দা। আহত অবস্থায় টোটো চালককে পুলিশ ও স্থানীয় পথচারীদের সাহায্যে দুর্গাপুরের ডিএসপি মেন হসপিটালে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =