নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভগবানগোলা :: শনিবার ১৬,ডিসেম্বর :: এ যেন ভাঙা ঘরে চাঁদের আলো । একটি দুটি নয় একসঙ্গে তিনটি ফুটফুটে শিশু কন্যার জন্ম দিলেন এক গৃহবধূ। কিন্তু অসহায় পরিবার সাহায্যের আবেদন জানিয়েছেন।
জানা গিয়েছে ওই গৃহবধূর নাম মৌসুমী খাতুন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার মাদিয়া এলাকায়। একই সঙ্গে তিনটি কন্য সন্তানের জন্মও কিছুটা বিরল ঘটনা। এই বিরল ঘটনায় একদিকে খুশি অন্যদিকে ব্যাপক চাঞ্চল্য গ্রাম জুড়ে। এই তিনটি ফুটফুট কন্যা সন্তানকে দেখতে ইতিমধ্যেই বাড়িতে ভিড় জমাচ্ছেন আত্মীয় থেকে পাড়া-প্রতিবেশীরা।
জানা যায় মৌসুমী নামে ওই গৃহবধুর মহিলার আরো দুটো ছেলে সন্তান রয়েছে। একটির ৭ বছরের আরেকটির বয়স পাঁচ বছরের বলে জানিয়েছেন মৌসুমীর । আর এবার একসঙ্গে তিনটি কন্যা শিশুর জন্ম দিলেন মৌসুমী খাতুন। যদিও ফুটফুটে তিনটি কন্যা শিশু সন্তান সুস্থ রয়েছে তার সঙ্গে আনন্দ থাকলেও দারিদ্রতা। পরিবারটি খুবই গরিব।
পাঠ কাঠির বেড়া দিয়ে কোনো রকমে থাকার ব্যবস্থা থাকলেও তিনটি শিশু সন্তানের প্রয়োজন মতো দুধ সহ প্রয়োজনীয় খাদ্য জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে পরিবারকে । তাই এদিন সংবাদ মাধ্যমে সরকারিভাবে এই শিশুদের জন্য সাহায্য ও সহযোগিতা পাওয়া আবেদন জানিয়েছেন পরিবারের লোকেরা।