কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: একটি প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্যোগে একটি মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই ধরনের অনুষ্ঠান দেখে এলাকাবাসীর মধ্যে সাড়া পড়ে যায়।
“বয়সের নেই কোন ভেদাভেদ, সকলের জন্য হাসিখুশি আনলিমিটেড” এই বার্তাকে সামনে রেখে আয়োজকরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, দৃষ্টিহীন এবং দুঃস্থ মানুষদের নিয়ে মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।
আমন্ত্রিত সকলকে নিয়ে নাচ ,গানের আয়োজন করা হয় সহ সকলকে নিয়ে একটি মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় পাশাপাশি অনুষ্ঠানে আগত সকল পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কার্তিক ঘোষ, শফিকুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, শ্যাম মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকল অতিথি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আয়োজকদের ।