নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: বুধবার ১৪,ফেব্রুয়ারি :: বুধবার একটি লরি বহরমপুর থেকে কান্দির দিকে দূরন্ত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা একটি স্কুটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। স্কুটিতে থাকা তিনজনই ঘটনাস্থলে মৃত্যু হয়। উত্তেজিত জনতা পথ অবরোধ বিক্ষোভ দেখাতে শুরু করে।
কান্দি ও বহরমপুর রাজ্য সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ চলার পর বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে । জানা গিয়েছে বড়ঞা অন্তর্গত গোপীনাথপুর গ্রামের বাদিন্দা হাসানুর রহমান তার স্ত্রী স্নেহেরুনেসা বিবি ওরফে সীমা খাতুন এবং ৮ বছরের বাচ্চা রাহাত শেখ নিয়ে স্কুটি মটর বাইকে করে বহরমপুর থেকে কান্দি বড়ঞার দিকে যাচ্ছিল ।
বহরমপুরের চারাতলা মোড়ে একটি লরি পিছুন দিক থেকে স্কুটিতে ধাক্কা মেরে পিষে দেয়। ঘটনা স্থলে বাচ্চা সহ পরিবাবের ৩ জনেরই মর্মান্তিকভাবে মৃত্যু হয় । এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়ে ঘাতক লরিটিকে আটকে রেখে বিক্ষোভ শুরু করে।পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুর হাসপাতালে পাঠায়।