একটুকরো সোনাঝুরির হাট ভদ্রেশ্বরে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভদ্রেশ্বর :: বৃহস্পতিবার ১৩,মার্চ :: এক টুকরো সোনাঝুরির হাট ভদ্রেশ্বরে। তটিনীর হাটে গিয়ে দেখা গেল রীতিমতো সেজে উঠেছে বসন্তের দোলের সাজে। প্রাচীন ভদ্রেশ্বরের জনপদ ও ঐতিহ্য গঞ্জের ইতিহাস রোমন্থনে ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডা ও পৌরসভার সহযোগিতায় বসছে তটিনী হাট।

কী নেই এই হাটে। নিত্য ব্যবহার্য জিনিসের সাথে আছে তৈরী করা খাবারের স্টল। আর দোলের পরিবেশে স্থানীয় সাংস্কৃতিক দলগুলি পদযাত্রা করে জানিয়ে দিচ্ছে দোল এসে পড়েছে। রাঙিয়ে দিয়ে যাও এই গান ধ্বনিত হচ্ছে তটিনীর হাটে। সংগীতের সাথে নৃত্য তটিনীর হাটে দর্শক শ্রোতাদের আকর্ষণ করছে বেশী করে। হাতে আবীর, কপালে টিপ দিয়ে সম্ভাষণ, এ যেন মিলন উৎসবের রূপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 16 =